জাফরাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার মূল পান্ডা

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : সাম্প্রতিক গোলমালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে (jafrabad murder) বাবা ও ছেলেকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করলেন জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা। নাম শেখ হজরত। পুলিশ সুপার অমিতকুমার সাউ জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে এক অভিযুক্তকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষস্তরের নির্দেশে ইতিমধ্যে সুতি এবং সামশেরগঞ্জের হিংসার ঘটনার তদন্তে দশ সদস্যের একটি ‘সিট’ গঠিত হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ দল, সিট এবং রাজ্য পুলিশের এসটিএফ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইতিমধ্যে নয়জনকে গ্রেফতার করেছে। শুক্রবারের গ্রেফতারি ধরে জোড়া খুনে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১০-এ।

আরও পড়ুন- সংঘর্ষ বিরতি: সন্ধে ৬টায় বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঘোষণা

বাবা ও ছেলেকে খুনের পর হজরত ঝাড়খণ্ডের পাকুড়ের একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল। শুক্রবার রাতে সেখান থেকেই তাকে ধরে বিশেষ দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হজরত স্বীকার করে নিয়েছে, খুন হওয়া বাবা এবং ছেলের সঙ্গে তার জমি নিয়ে বেশ কিছুদিন বিবাদ চলছিল। সাম্প্রতিক আন্দোলনের সুযোগে সে কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে বাবা ও ছেলেকে খুন করে। জাফরাবাদে খুন-হওয়া বাবা ও ছেলের ওই গ্রামে বেশ কিছুটা জমি ছিল। সেই জমির উপর হজরত নিজের বাড়ির জন্য বিদ্যুতের পোল বসাতে এবং নর্দমা নির্মাণের কাজ করতে চেয়েছিল। বাবা ও ছেলে জমি বিক্রি করতে রাজি হননি।
সাম্প্রতিক গোলমালের সুযোগ নিয়ে বাবা-ছেলেকে খুন (jafrabad murder) করে হজরত জোর করে সেই জমি দখলের চেষ্টা করছিল।

Latest article