সংবাদদাতা, রায়গঞ্জ : ইসলামপুর শহরের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়ক বর্তমানে স্টেট হাইওয়ে হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে রাজ্য পূর্ত দফতর। জাতীয় সড়ক পূর্ত দফতরের আওতাভুক্ত হওয়ায় তা পরিমাপে উদ্যোগী হল পূর্ত দফতর, ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং পুরসভা কর্তৃপক্ষ।
আরও পড়ুন-হকারদের পুনর্বাসন দিল নৈহাটি পুরসভা
সোমবার এই তিন দফতর একসঙ্গে সরকারি জমি ও সীমানা মাপে। সড়কপথ ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন দফতরের আধিকারিকরা। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, রাস্তা সম্প্রসারণের জন্য পরিমাপের উদ্যোগ নেওয়া হয়েছে।