প্রতিবেদন : লোকসভা নির্বাচন পর্ব মিটতেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের কিছু রদবদল করা হল। আইএএস ও আইপিএস দুই পদেই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বীরভূমের জেলাশাসক পদে বিধানচন্দ্র রায়কে ফিরিয়ে আনা হয়েছে। ভোট চলাকালীন তাঁকে সরিয়ে আইএএস আধিকারিক শশাঙ্ক শেঠিকে ওই জেলার জেলাশাসক নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ফের বিধানচন্দ্র রায়কে তাঁর পদে ফিরিয়ে আনল।
আরও পড়ুন-নির্মীয়মাণ ভাসমান জেটি ঘাট পরিদর্শনে মন্ত্রী
এর পাশাপাশি পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরেও এদিন বেশ কিছু রদবদল করা হয়েছে। তিন জেলার পুলিশ সুপার পদে বদল করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার নতুন এসপি হয়েছেন কোটেশ্বর রাও। পুরুলিয়ার নতুন পুলিশ সুপার পদে এলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হয়েছেন ধৃতিমান সরকার। মুকেশকে বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন সিপির পদে নিয়োগ করল রাজ্য প্রশাসন। ওই পদে থাকা গৌরব শর্মাকে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের আইজি পদে নিয়োগ করা হয়েছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (জোনাল) পদে এলেন মিথুন কুমার দে।