টানা তিন দিন রাজ্য পুলিশের বড় রদবদল জারি

Must read

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল (Reshuffle_West Bengal Police) জারি থাকল। বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এদিন মোট ৫৭ জন পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে। তালিকায় রয়েছে ব্যারাকপুর, বিধাননগর, আসানসোল-দুর্গাপুর, চন্দননগর, হাওড়া-সহ একাধিক পুলিশ কমিশনারেট এবং সুন্দরবন, মুর্শিদাবাদ, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ পদে রদবদল।

অর্থ দফতরের বিজ্ঞপ্তির মতোই স্বরাষ্ট্র দফতরের এই বিজ্ঞপ্তিতেও স্পষ্ট করে জানানো হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। সূত্রের খবর, চলতি বছরের শেষ লগ্নে এবং আগামী বছরের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নতুন হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তনয় চ্যাটার্জিকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুরে এসডিপিও পদে পাঠানো হয়েছে। বারাসত পুলিশ জেলার হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাসকে বদলি করে সুন্দরবনের মন্দিরবাজারে পাঠানো হয়েছে। বিধাননগর কমিশনারেটে এসিপি পদে থাকা দীপ কুমার দাসকে বনগাঁ পুলিশ জেলার এসডিপিও করা হয়েছে।

আরও পড়ুন- হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গী

অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিক ইপ্সিতা দত্তকে বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কমিশনারেটে, যেখানে তাঁকে এসিপি-র দায়িত্ব দেওয়া হবে। ব্যারাকপুর কমিশনারেটের পার্থ রঞ্জন মণ্ডলকে হাওড়া কমিশনারেটে এসিপি হিসেবে নিয়োগ করা হয়েছে।

রাজ্যের একাধিক পুলিশ জেলায় একইসঙ্গে এত বড়সড় রদবদল (Reshuffle_West Bengal Police) বিরল। প্রশাসনিক মহলের মতে, বিভিন্ন দপ্তরে কর্মচাঞ্চল্য বাড়ানো, মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো এবং জেলা ও কমিশনারেট স্তরে দায়িত্ব পুনর্বিন্যাস করতেই এই সিদ্ধান্ত। তবে পরপর তিন দিন ধরে একাধিক তালিকা প্রকাশ হওয়ায় পুলিশ মহলে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

Latest article