আজ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির (Makar Sankranti 2022) শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Greetings on Makar Sankranti. pic.twitter.com/4ittq5QTsr
— Narendra Modi (@narendramodi) January 14, 2022
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্যুইটারে জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সমৃদ্ধি কামনা করছি।”
Heartiest greetings to all on the auspicious occasion of Makar Sankranti. Wishing everyone lots of happiness, joy, peace and prosperity.
— Mamata Banerjee (@MamataOfficial) January 14, 2022
আরও পড়ুন-গোয়ায় তৃণমূলে যোগদান ও কর্মীসভা
মকর সংক্রান্তি (Makar Sankranti 2022) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, “আপনাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আজকের দিনে নতুন ফসল ঘরে তোলা হয়। তারপর তা পুজো দিয়ে বিতরণ করা হয়। এর মাধ্যমে আমাদের সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক গড়ে ওঠে।”
Wish all very happy #makarsankranti2022
Festival #MakarSankranti marks beginning of the harvest season when new crops are worshipped and shared with delight. It underlines our organic relationship with nature.
May God Surya bless all with happiness and prosperity all through.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 14, 2022
এদিন শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।