নয়াদিল্লি: শুধুই ঢাকঢোল পিটিয়ে প্রচার। আসল কাজে অষ্টরম্ভা মোদি সরকার। সংসদে তৃণমূল সাংসদ মালা রায়ের (mala roy) প্রশ্নে আবার ধরা পড়ে গেল কেন্দ্রের ফাঁকা আওয়াজ। দেশকে ‘খোলা স্থানে মলত্যাগ মুক্ত’ (ওডিএফ) করার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ২ অক্টোবর কেন্দ্রীয় সরকার এক মিশন চালু করেছিল। ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি এই মিশন আরও পাঁচ বছরের জন্যে চালু রাখা হয়। মিশনের দ্বিতীয়পর্ব প্রায় শেষ হওয়ার মুখে। দেশে এখনও পর্যন্ত ১ লক্ষ গ্রামকে ‘খোলা স্থানে মলত্যাগ মুক্ত’ করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে স্বচ্ছ ভারত মিশনের (গ্রামীণ) লক্ষ্যমাত্রা ও অর্জনের বিস্তারিত যে তথ্য তুলে ধরেছেন, তাতেই স্পষ্ট কেন্দ্রের এই ব্যর্থতা।
আরও পড়ুন-জিআই পেয়েছে কমলা, চাষে বাড়ছে উৎসাহ
প্রশ্নের জবাবে ১৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থার অগ্রগতির কথা জানানো হয়েছে। রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সবার জন্য শৌচাগার নিশ্চিত করে ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে দেশকে ‘খোলা স্থানে মলত্যাগ মুক্ত’ (ওডিএফ) করার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ২ অক্টোবর এই মিশন চালু করা হয়েছিল। মিশনের প্রথম পর্বে (২০১৪-১৫ থেকে ২০১৯-২০) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অনলাইন তথ্যানুসারে সারাদেশে ১০ কোটিরও বেশি ব্যক্তিগত গৃহস্থালি শৌচাগার নির্মাণ করা হয়েছে এবং ২০১৯ সালের ২ অক্টোবর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ওডিএফ ঘোষিত হয়েছে। এত তথ্যের ভিড়েও মোদি সরকার কিন্তু লুকিয়ে রাখতে পারেনি স্বচ্ছ ভারত মিশনে তাদের ব্যর্থতার কথা।

