জিনা বন্দ্যোপাধ্যায়
ফুলের জন্য জরিমানা? আজব অভিজ্ঞতা শেয়ার করলেন দক্ষিণ ভারতের নামী অভিনেত্রী (Navya Nair)। দক্ষিণ ভারতের মহিলাদের চিরাচরিত সাজ মানেই মাথায় জুঁই বা বেলফুলের মালা। এই সাজ তাঁদের নিজস্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু পৃথিবীর সব জায়গায় যে এই ফুল-সংস্কৃতি আদরণীয় নয় তা হাড়ে হাড়ে টের পেলেন জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ার। কেশসজ্জার জন্য বিদেশে জুঁইফুল নিয়ে যাওয়ার কারণে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে তাঁকে ১.১৪ লক্ষ টাকা জরিমানা দিতে হল। কিছুদিন আগেই ভিক্টোরিয়ার মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ওনাম’ উৎসবে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন নব্যা। মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের গাজরা বা মালা বেরোয় তাঁর ব্যাগ থেকে। সেই অপরাধে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১.১৪ লক্ষ টাকা) জরিমানা করে।
আরও পড়ুন-ঋণখেলাপি চোকসির ঠাঁই হবে আর্থার রোড জেলে
এরপর নব্যা (Navya Nair) নিজেই এই ঘটনার কথা শোনান। তিনি বলেন, তিনি আসার আগে তাঁর বাবা তাঁকে জুঁইফুল এনে দিয়েছিলেন। সেটিকে দু’ভাগ করে দিয়েছিলেন। একটি তিনি কোচি থেকে সিঙ্গাপুর ফ্লাইটে চুলে লাগিয়ে নেন। কারণ, পৌঁছনোর আগেই তা শুকিয়ে যেত। দ্বিতীয় অংশটি ব্যাগে রেখেছিলেন সিঙ্গাপুর থেকে যাত্রার সময় আবার ব্যবহার করার জন্য। তিনি মালাটিই হ্যান্ডব্যাগে রাখেন। অভিনেত্রী দুঃখের সাথেই বলেন, তিনি জানতেন না এটা আইনবিরুদ্ধ। ভুলটা হয়েছে অজান্তে। কিন্তু আইন কোনওরকম অজুহাত মানে না। কর্মকর্তারা জানান, ২৮ দিনের মধ্যে এই জরিমানা মেটাতে হবে। ইচ্ছে করে নয়, না জেনে ভুল করার খেসারত দিতে হয়েছে তাঁকে। তবে ক্ষতিপূরণের সমস্যা মাথায় থাকলেও উৎসবের আনন্দ চুটিয়ে করেছেন তিনি। ইনস্টাগ্রামে তিনি ওনাম উদযাপনের রিল শেয়ার করেছেন। দু’দিন আগে মেলবোর্ন যাওয়ার বিমানে বসে সেই জুঁইফুল মালা পরে ছবি পোস্ট করেছিলেন নব্যা। লিখেছিলেন, ‘শুভ ওনাম। প্রথমবার প্লেনে তিরুওনম উদযাপন করছি! তবে নিজের মাটি, নিজের জায়গাকে খুব মিস করছি। ওনামের আবেগ নিয়ে চলার আলাদা আনন্দ। সেইসঙ্গে কাজের ডাক পেয়েছি, সেটাও অন্যরকম আনন্দ’।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…