পর্যটকদের জন্য সুখবর। মালয়শিয়ায় (Malaysia- Visa) ঘুরতে যেতে ভারতীদের লাগবে না আর ভিসা। এবার মালয়শিয়াতে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন ভারতীয়রা। থাকতে পারবেন ৩০ দিন অবধি। রবিবার এমনই ঘোষণা করেন মালয়শিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম।
রবিবার প্রধানমন্ত্রী ইব্রাহিম জানান, ভারত ও চিনের নাগরিকদের জন্য মালয়শিয়া (Malaysia- Visa) ভিসায় প্রবেশের অনুমতি দেবে। আগামী পয়লা ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হবে। ভারত ও চিনের নাগরিকরা ৩০ দিন পর্যন্ত মালয়শিয়ায় বিনা ভিসায় থাকতে হবে। তবে কতদিনের জন্য ভিসার নিয়মে শিথিলতা দেওয়া হবে, তা জানানো হয়নি। দিন কয়েক আগে থাইল্যান্ড ও শ্রীলঙ্কা ভারত ও চিনের নাগরিকদের চলতি বছরে ভিসায় ছাড় দেওয়ার ঘোষণা করেছে।
আরও পড়ুন- কথা রাখলেন অভিষেক, ১০০দিনের বকেয়া না পাওয়া বঞ্চিতদের বাড়িতে পৌঁছল আর্থিক সাহায্য!