সিন্ধুদের নজরে মালয়েশিয়া মাস্টার্স

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আর সাফল্যের আলোয় ফিরতে এই টুর্নামেন্টকেই বেছে নিচ্ছেন সিন্ধুরা

Must read

কুয়ালালামপুর, ২২ মে : সুদিরমান কাপের ব্যর্থতার রেশ টাটকা থাকতে থাকতেই নতুন পরীক্ষার মুখে পিভি সিন্ধু-সহ ভারতীয় শাটলাররা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আর সাফল্যের আলোয় ফিরতে এই টুর্নামেন্টকেই বেছে নিচ্ছেন সিন্ধুরা। ষষ্ঠ বাছাই সিন্ধু মালয়েশিয়া মাস্টার্স অভিযান শুরু করছেন ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে। অন্যদিকে, শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে এইচ এস প্রণয়।

আরও পড়ুন-নার্কো টেস্টে রাজি বজরং-বিনেশরা, উঠল লাইভ টেলিকাস্টের দাবি

প্রথম রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী চাইনিজ তাইপের চোউ তিয়েন চেন। যাঁর বিরুদ্ধে সুদিরমান কাপে প্রণয় হেরেছিলেন। এবার বদলা নেওয়ার দারুণ সুযোগ ভারতীয় শাটলারের সামনে। অন্যদিকে, কিদাম্বি শ্রীকান্ত অভিযান শুরু করবেন জাপানের কেন্টা সুনেয়ামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। আরেক ভারতীয় লক্ষ্য সেন, যিনি সুদিরমান কাপে রিজার্ভে ছিলেন এবং একটিও ম্যাচ খেলেননি। তিনি প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিন ইউয়ের। পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রাংকিরেড্ডি ও চিরাগ শেঠি প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন ইংল্যান্ডের বেন লেন ও শন ভেন্ডি জুটির।

Latest article