কেন্দ্রের সিলমোহর পড়ল রাজ্যের রিপোর্টে, কালাজ্বর মুক্ত জেলা মালদহ

প্রসঙ্গত, স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত বেলে মাছি থেকে কালাজ্বর ছড়ায়। মাটির দেওয়ালের বাড়ির দেওয়ালে এই মাছি বাসা বাঁধে।

Must read

সংবাদদাতা, মালদহ : রাজ্যের রিপোর্টে সিলমোহর দিল কেন্দ্র। মালদহ জেলা থেকে কালাজ্বর সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে তা আগেই জানিয়েছিল জেলা প্রশাসন। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফেও মিলতে চলেছে স্বীকৃতি। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যবিভাগের তরফে মালদহ জেলাজুড়ে পরিদর্শন করা হয়েছে। তারপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মালদহ জেলাকে কালাজ্বরমুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে চলেছে।

আরও পড়ুন-‘এক টাকার ডাক্তার’ পদ্মশ্রী সুশোভন প্রয়াত

এর স্বীকৃতি হিসাবে কেন্দ্রের তরফে মালদহের জেলা স্বাস্থ্য দফতরও কেন্দ্রের শংসাপত্র ও আর্থিক পুরস্কার পাবে। কিছুদিনের মধ্যেই সেই পুরস্কার হাতে এসে পৌঁছবে বলেও জানান তিনি। বলেন, ‘‘প্রতিটি ব্লক সার্ভে করা হয়েছে। প্রতি ১০ হাজার জনগণের মধ্যে ১টিরও কম কালাজ্বর আক্রান্ত রোগী দেখাতে পেরেছি আমরা। দীর্ঘ ৬ বছর ধরে প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে। তাই মালদহ জেলাকে কালাজ্বর-মুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে চলেছে কেন্দ্র। রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধিরা সম্প্রতি জেলা পরিদর্শন করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন।’’

আরও পড়ুন-আসানসোল পুরসভায় দায়িত্বে ৫ মেয়র পারিষদ

প্রসঙ্গত, স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত বেলে মাছি থেকে কালাজ্বর ছড়ায়। মাটির দেওয়ালের বাড়ির দেওয়ালে এই মাছি বাসা বাঁধে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন মাটির বাড়ির দেওয়ালে ফাটল থাকলে তা বন্ধ করার জন্য সাধারণ মানুষের কাছে প্রশাসনের তরফে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলার স্বাস্থ্য দফতরের তরফে জনসচেতনতামূলক প্রচারও শুরু হয়েছে।

Latest article