সংবাদদাতা, মালদহ : জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তার মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে মালদহ জেলা প্রশাসন। এবার কোভিড মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে মালদহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় কনটেন্টমেন্ট জোন চালু হয়নি।কিন্তু জেলাবাসীর কথা মাথায় রেখে হাসপাতালে ৪৮০ কোভিড বেড প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন-উত্তরবঙ্গে করোনা মোকাবিলায় তৎপর স্বাস্থ্য দফতর, হাসপাতালে পরিকাঠামোয় নজর
এছাড়াও প্রতিটি ব্লকে কোভিড হাসপাতাল তৈরির পরিকাঠামোও প্রস্তুত। নতুন করে ১০০ বেডের দুটি সেফ হোম চালুর প্রক্রিয়াও প্রস্তুত। এর বাইরেও প্রতিটি ব্লক ও গ্রামীণ হাসপাতালে পাইপলাইন ও কনসেনট্রেটরের মাধ্যমে অক্সিজেন সরবরাহের পরিকাঠামো গড়ে কোভিড চিকিৎসার জন্য বেড প্রস্তুত রাখা হয়েছে। কোভিড আক্রান্তদের চিকিৎসায় কোনও গাফিলতি যেন না হয় সেই কারণে এবার আগেভাগেই পরিকাঠামো তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য দফতর।
পাশাপাশি ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে পুরবাজারগুলি নিয়মিত স্যানিটাইজ করার সঙ্গেই প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কোভিড আক্রান্তদের তালিকা প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে পুরসভা। খোঁজ নেওয়া হচ্ছে কোনও বাড়িতে কেউ জ্বর বা শ্বাসকষ্টে ভুগছেন কি না।