একুশে জুলাই যোগদানে রেকর্ড করতে চায় মালদহ

তারই প্রস্তুতিসভা করতে মালদহে এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি মালদহের গাজোলে একটি জনসভায় যোগ দেন।

Must read

সংবাদদাতা, মালদহ : একুশে জুলাইয়ের শহিদ দিবসের আর সপ্তাহখানেক বাকি। কলকাতার ধর্মতলায় পালিত হবে শহিদ দিবস। এবার মালদহ জেলা থেকে রেকর্ড পরিমাণে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকেরা শহিদ সমাবেশে যোগ দেবেন। তারই প্রস্তুতিসভা করতে মালদহে এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি মালদহের গাজোলে একটি জনসভায় যোগ দেন।

আরও পড়ুন-মহামিছিলে মন্ত্রী, একুশের সমাবেশেই, শুরু ২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতি

লোকসভা নির্বাচনে মালদহে দুটি আসন হাতছাড়া হলেও আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভাল ফল করবে বলে আশাবাদী তিনি। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে মালদহ জেলার ১২টি আসনের মধ্যে বারোটি আসনেই জয়লাভ করার টার্গেট বেঁধে দেন তিনি। বিধানসভা নির্বাচনে ১২টি আসন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার কথা বলেন পুরমন্ত্রী। পাশাপাশি সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে তিনি বলেন, অন্যায় করে কেউ পার পাবে না। মুখ্যমন্ত্রীর প্রশাসন কাউকে রেয়াত করবে না। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতাকে নির্লজ্জ বলে কটাক্ষ করেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমহল হোসেন, রাজ্যসভার সাংসদ মৌসম নূর প্রমুখ। গাজোলে সভা শেষ করে তিনি ইংরেজবাজারে আরও একটি সভায় যোগ দেন। দুটি সভাতেই তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Latest article