মালদহে বসছে প্রথম ওয়াটার এটিএম

Must read

মানস দাস, মালদহ : পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে মালদহ জেলায় প্রথম ওয়াটার এটিএম বসছে। হবিবপুর ব্লক সদরের বুলবুলচণ্ডী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ওয়াটার এটিএম বসবে। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পঞ্চায়েত জানিয়েছে, কয়েন ফেললেই মিলবে জল। তবে কত টাকার কয়েনের মাধ্যমে কত লিটার জল পাওয়া যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২ টাকার কয়েন ফেললে মিলবে ১ লিটার পরিস্রুত পানীয় জল।

আরও পড়ুন : জিটিএ-র ভোট হবে, পঞ্চায়েতেরও

বুলবুলচণ্ডীতে এই ওয়াটার এটিএম বসানোর কাজকে সাধারণ মানুষ ও বিশেষ করে যাত্রীরা পঞ্চায়েতের এই সিদ্বান্তকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও সকলেই চাইছেন দ্রুত শুরু হোক কাজ। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রাজীব দাগা বলেন, ওয়াটার এটিএম বসানোর পরিকল্পনা আমাদের অনেক দিন আগেই ছিল। এবার তা বাস্তবায়ন হচ্ছে। মালদহের মধ্যে প্রথম এই পঞ্চায়েতের উদ্যোগে এই মেশিন বসবে। এর আগে কোনও পঞ্চায়েতে এই কাজ হয়নি। সাড়ে এগারো লক্ষ টাকা এর জন্য বরাদ্দ হয়েছে। কিন্তু টাকা দিয়েই জল নিতে হবে। কেননা ইলেকট্রিক বিলের খরচ রয়েছে। সেই সঙ্গে দু-তিন জন কর্মীও নিয়োগ করতে হবে। স্থানীয় বাসিন্দাদের অভিমত, অনেক সময় অগভীর নলকূপ বিকল হয়ে যায়। হাহাকার হয় জলের। তাই এটিএম বসলে পরিস্রুত জল পাব। কারণ পানীয় জলের বোতল কিনতে অনেক টাকা খরচ হয়।

Latest article