সংবাদদাতা, মালদহ : আমের পর লিচু। এবার মালদহের ‘বোম্বাই’ লিচু বিদেশে পাঠানোর উদ্যোগ নিল উদ্যানপালন দফতর। ৬ হাজার কেজি লিচু যাচ্ছে বিদেশে। জেলার লিচু এই প্রথম পাঠানো হবে আরব আমিরশাহি, কাতার সহ নানা দেশে। মালদহ জেলার লিচু মূলত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্রি হয়ে থাকে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে মালদহের লিচু বিখ্যাত। বিশেষ করে বোম্বাই প্রজাতির লিচুর সুনাম রয়েছে গোটা দেশে। গুটি প্রজাতির লিচুর থেকে বোম্বাই প্রজাতির লিচু দেখতে সুন্দর।
আরও পড়ুন-অধীশা চায় পথশিশুদের শিক্ষা
বড় ও তুলনায় মিষ্টি। তাই দেশের বিভিন্ন প্রান্তে এই লিচুর চাহিদা ব্যাপক। বোম্বাই প্রজাতির লিচুই বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন জেলা উদ্যানপালন দফতরের কর্তারা। এবার জেলায় মোট লিচুর ফলন হয়েছে ১৪ হাজার ৮০০ মেট্রিক টন। বর্তমানে বাজারে এক কেজি লিচুর দাম ৭০ টাকা থেকে ৮০ টাকা। বিষয়ে মালদহ জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন,‘‘কিছুদিনের মধ্যেই মালদহের লিচু বিদেশে পাঠানোর তোড়জোড় শুরু হবে। কাতার,আরব আমিরশাহি সহ নানা দেশে পাড়ি দেবে মালদহের লিচু।’’