সংবাদদাতা, মালদহ : ল্যাংড়া, হিমসাগর, লক্ষ্মণভোগ, আলতাপেটি। রাজধানি দিল্লি আমের গন্ধে ম-ম। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আম উৎসব। চলবে একমাস। নানা জায়গার আমের পাশে থাকছে মালদহের আমও। স্বাদে, গন্ধে অতুলনীয় মালদহের আম যদিও এই প্রথম নয়, প্রতিবছরই আম উৎসবের ‘শো স্টপার’।
আরও পড়ুন-দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী
গত দু’বছর কোভিডের কারণে আম পাঠানো সম্ভব হয়নি। তবে এই বছর উৎসব আলো করে থাকছে মালদহের আম। শুধু তাই নয় আম ছাড়াও আমের চাটনি, আমপান্না, আমচুর ও দুই মেট্রিক টন আমসত্ত্বও থাকছে আম উৎসবে। জানিয়েছে মালদহ জেলা উদ্যান পালন দফতর। দিল্লির বাজারে মালদহের আমের চাহিদা তুঙ্গে। তাই আমের বাজার ধরে রাখতে দিল্লি উৎসবে আম পাঠানো হয়েছে বলে জানান জেলা উদ্যান পালন দফতরের কর্তারা। মালদহের জেলা উদ্যান পালন দফতরের অধিকর্তা সামন্ত লাইক বলেন, মালদহের আম দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিতে এবছর দিল্লিতে আম উৎসবে প্রদর্শিত হবে জেলার আম। মূলত জিআই ট্যাগ পাওয়া চার প্রজাতির আম দিল্লিতে আম উৎসবে থাকছে।