দ্বন্দ্বের মাঝেই ভোটে হারল মুইজ্জুর দল

মালের মেয়র নির্বাচনে ভোট

Must read

প্রতিবেদন : ভারতের সঙ্গে চলতি কূটনৈতিক চাপানউতোরের মধ্যেই মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর বড় ধাক্কা। মালদ্বীপের রাজধানী মালের মেয়র নির্বাচনে পরাজিত হল মুইজ্জুর দল (Maldives President Mohamed Muizzu) পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)৷ মেয়র নির্বাচনে জয়ী হয়েছে ভারতপন্থী মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)৷ এমডিপি প্রার্থী অ্যাডাম আজিম মালের নতুন মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। এমডিপি প্রধান মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিকে পরাজিত করে সম্প্রতি প্রেসিডেন্ট হয়েছেন মুইজ্জু (Maldives President Mohamed Muizzu)।

আরও পড়ুন- এবার শঙ্করাচার্যদের অপমান কেন্দ্রীয় মন্ত্রীর! রামমন্দির বিতর্ক

উল্লেখ্য, এমডিপি নেতা অ্যাডাম যে পদে নির্বাচিত হলেন, সেই পদেই দীর্ঘ সময় ধরে ছিলেন মুইজ্জুও। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মেয়র পদ থেকে তিনি ইস্তফা দেন। এবার সেই পদেই ভারতপন্থী অ্যাডাম মেয়র হিসাবে বিপুল ভোটে জয় পেলেন। অ্যাডাম তাঁর নিকটতম প্রতিযোগীর থেকে পাঁচ হাজার ভোট বেশি পেয়েছেন।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের মন্তব্যর পর ‍‘বয়কট মালদ্বীপ’ ডাক দিয়েছেন অনেকে। এরপরই মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু চিন সফর থেকে ফিরে বলেন, হতে পারি আমরা ক্ষুদ্র, কিন্তু তাই বলে কাউকে চমকানোর ছাড়পত্র দিয়ে দিইনি আমরা। প্রেসিডেন্টের এই হুঁশিয়ারিতে ভারত-মালদ্বীপ বিতর্ক আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

Latest article