ভারতের হারে প্রশ্ন তুলছেন মালিক

আর এর জন রোহিত শর্মাদেরই দায়ী করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সেলিম মালিক। ক্ষিপ্ত আরেক প্রাক্তন শোয়েব আখতারও।

Must read

অক্টোবর, ৩১ অক্টোবর : দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারে বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে পাকিস্তান। যা পরিস্থিতি, তাতে কোনও বড় অঘটন না ঘটলে ‘সুপার ১২’ থেকেই বাবর আজমদের বিদায় কার্যত নিশ্চিত। আর এর জন রোহিত শর্মাদেরই দায়ী করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সেলিম মালিক। ক্ষিপ্ত আরেক প্রাক্তন শোয়েব আখতারও।

আরও পড়ুন-পয়লা নভেম্বর থেকেই ই–অফিসের পথে হাঁটল কলকাতা পুলিশ, প্রযুক্তির ওপরই ভরসা

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একের পর এক ভারতীয় ব্যাটার যখন আউট হচ্ছেন, তখনই আসরে নামেন শোয়েব। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে প্রাক্তন পাক ফাস্ট বোলারের বক্তব্য, ‘‘আমি আগে বলেছিলাম, পাকিস্তানের জন্য ভারতের এই ম্যাচটা জেতা উচিত। কিন্তু এরা তো পাকিস্তানকে শেষ করে দিচ্ছে। চার-চারজন ব্যাটার আউট হয়ে গেল! দেখা যাক কী হয়।’’
সেলিম মালিক তো একধাপ এগিয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ইচ্ছে করে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন-অভিনেত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ভারত কখনও চাইবে না পাকিস্তান এগিয়ে যাক।’’ অনুষ্ঠানে উপস্থিত আরেক পাক প্রাক্তন ওয়াহাব রিয়াজ তখন মালিককে পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনি কি মনে করেন ভারত ইচ্ছে করে হেরেছে?’’ মালিক তখন মুচকি হেসে সম্মতি জানান। তাঁর দাবি, ‘‘ভারত একটু ভাল ফিল্ডিং করলেই ম্যাচটা জিতে যেত। কিন্তু সহজ ক্যাচ মিস করল। আমি মনে করি, ভারত কখনও পাকিস্তানকে পছন্দ করে না।’’ মজার বিষয়, যিনি এত বড় অভিযোগ করছেন, সেই মালিককে ম্যাচ গড়াপেটার জন্য আজীবন নির্বাসিত করা হয়েছিল! কী বিচিত্র এই জীবন। মালিক যা-ই বলুন, মানুষের মন থেকে ক্রিকেটের কালো দিনগুলো কিন্তু এখনও মুছে যায়নি!

Latest article