বিজেপির মিথ্যাচার শুক্রবার জবাব দেবে মল্লারপুর

বিজেপি বাসভাড়া করে বাইরে থেকে লোক এনে মাঠ ভরালেও, তৃণমূলের সভায় থাকবেন শুধু ময়ূরেশ্বর এক ব্লকের নটি পঞ্চায়েতের কর্মী-সমর্থকেরা।

Must read

সংবাদদাতা, মল্লারপুর : মল্লারপুর নিমতলা মাঠে তৃণমূল কংগ্রেসের সভা ২ ডিসেম্বর। থাকছেন দেবাংশু ভট্টাচার্য ও সাংসদ মহুয়া মৈত্র। যেহেতু রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত ওই একই মাঠে সভা হবে, তাই সাধারণত যে বড় মাঠে সভা হয়, তা না করে নিমতলার ছোট মাঠেই সভা করবে তৃণমূল। বিজেপি বাসভাড়া করে বাইরে থেকে লোক এনে মাঠ ভরালেও, তৃণমূলের সভায় থাকবেন শুধু ময়ূরেশ্বর এক ব্লকের নটি পঞ্চায়েতের কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন-শীতের নরম রোদে দর্শন দিচ্ছেন দক্ষিণরায়

ময়ূরেশ্বর দুই ব্লককেও বাদ দেওয়া হয়েছে। বিধায়ক অভিজিৎ রায় বলেন, দুই ব্লকের কর্মী-সমর্থকেরা এলে জায়গা দেওয়া যাবে না! জনসভার জন্য নটি পঞ্চায়েতে প্রস্তুতিসভার শেষ সভাটি হয়েছে রবিবার, মল্লারপুর এক পঞ্চায়েতে। জেলা কমিটির সদস্য ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জনসভার প্রস্তুতি বৈঠক, মিছিল হয়েছে। সোমবার দলের তরফে মাঠ পরিদর্শন করা হয়েছে। মঞ্চের উচ্চতা বাড়ানো হয়েছে। গাড়ি থাকবে জাতীয় সড়কের ধারে। ভিআইপি পার্কিং মাঠের পাশে হবে।

Latest article