সংবাদদাতা, গাইঘাটা : আবারও ঘৃণ্য চক্রান্ত রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে। এবার তাঁর স্বরবিকৃত করে গুরুচাঁদ ঠাকুরের নামবিভ্রাটের চেষ্টা। অভিযোগ, বিজেপির আইটি সেলের বিরুদ্ধে। শুক্রবার এ-নিয়ে মমতার পক্ষ থেকে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোচ্চার হয়েছে মতুয়া সমাজ। মমতা জানান, শপথ নেওয়ার সময় তিনি নিজের দেবতাদের নাম নিতে পারেননি। অথচ আগে তাঁর স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর ২০১৪ সালে, স্বামীর মৃত্যুর পর তিনি ২০১৫ সালে এবং ২০১৯ সালে শান্তনু ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েই শপথ নিয়েছিলেন। অথচ এবার তাঁকে চক্রান্ত করে আটকে দিয়েছে বিজেপি।
আরও পড়ুন-জেতালেন কুলদীপ
এই ঘটনার মধ্যে দিয়ে মতুয়া সমাজকে অপমান করেছে বিজেপি। পরে এক ইউটিউব চ্যানেলে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। এর পিছনে বিজেপির আইটি সেলের কেরামতি আছে, অভিযোগ মমতার। দুটি ঘটনা নিয়েই বিজেপির উপর বেজায় খেপেছে মতুয়া সমাজ। মমতার দাবি, শান্তনু ঠাকুর নিজের হার বুঝতে পেরে দিশাহারা। জয় না পেলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ও মতুয়াদের উপর তাঁর হম্বিতম্বি সব মাটিতে মিশে যাবে। সেটা শান্তনু জানেন, তাই আমার উপর লাগাতার অত্যাচার ও মিথ্যা অপবাদ দিতে চাইছেন। মানুষ সব বুঝে গিয়েছে। ভোটবাক্সে তার জবাব দেবে।