কোচবিহারে লোকসভা ভোটের আগে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ করে লড়াকু নেতা উদয়ন গুহকে শান্ত থাকার পরামর্শ দিলেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে ভোটের লাইনে গুলি চলে। প্রাণ যায় অনেকের।
শুক্রবার, দিনহাটার প্রচারসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন, বিজেপি প্রার্থী এলাকায় প্ররোচনা দিতে পারেন। সংহতি ময়দানের সভায় তৃণমূল সভানেত্রী বলেন, “উদয়ন বি কুল।” বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “উদয়নকে বলব, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ঠান্ডা মাথায় ভোটটা করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে বিএসএফকে দিয়ে ভোটটা করিয়ে নেবে। ভুলেও এটা করতে দিও না। আগে থেকে নিজেকে তৈরি রাখো।” সাধারণ মানুষকে সতর্ক করে মমতা বলেন, “শান্তি বজায় রাখুন।” ভোটের মরশুমে তাঁর পরামর্শ, “মাখা ঠান্ডা রাখুন। ঠান্ডা ঠান্ডা কুল কুল। তার নাম তৃণমূল”
আরও পড়ুন- সিনেমায় নামছেন না কেন? মোদিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
প্রশাসনকে কড়া ভাষায় সতর্ক করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, “১৭ এপ্রিল বিকেল ৫ টার পর যেন প্রচার না হয়। এটা মাথায় রাখবেন৷ বিএসএফ এর সঙ্গে বোঝাপড়া করে গুন্ডামি করতে বাইক বাহিনীকে অনুমতি দিলে মানুষ আপনাদের জবাব দেবে৷ ছেড়ে কথা বলবে না। সব তথ্য রাখি বলে বলছি। কিসের বোঝাপড়া? টাকার বোঝাপড়া?”