রাহুলের সাংসদ পদ বাতিল, কেন্দ্রকে তোপ তৃণমূলনেত্রী ও অভিষেকের

Must read

মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সুরাট আদালত ২ বছর জেলের সাজা শুনিয়েছে রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। এর জেরেই শুক্রবার রাহুলের (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ করা হয়েছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলেই। এই ইস্যুতেই রাহুলের পাশে দাঁড়িয়ে মোদি সরকারের বিরোধিতায় সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। জানালেন, এই ঘটনা গণতন্ত্রের লজ্জা। দেশের সংসদীয় গণতন্ত্র ক্রমশ নীচের দিকে যাচ্ছে।

আরও পড়ুন: সাংসদ পদ খারিজ রাহুলের, বিক্ষোভে সামিল কংগ্রেস নেতারা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নতুন ভারতে বিরোধী নেতারাই কেবল আক্রমণের মুখে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আলো করে রয়েছে সব অপরাধীরা। কিন্তু বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। দেশের সংসদীয় গণতন্ত্র ক্রমশ নীচের দিকে যাচ্ছে।” মুখ্যমন্ত্রীর পাশাপাশি এক লাইনে টুইট করে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “গণতান্ত্রিক ভারত এখন সোনার পাথরবাটির মতো।” পাশাপাশি হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন #ripdemocracy

 

Latest article