বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (mamata banerjee_abhishek banerjee)। মিছিল শুরু আগেই দলনেত্রী নির্দেশ দেন, এদিনের মিছিলেন সামনের সারিতে থাকবেন বিভিন্ন ধর্মের প্রধানরা। তারপরে সমাজের বিশিষ্টরা, টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। একেবারে শেষে রয়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যরাও প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন।
আরও পড়ুন- ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে মৃত্যু ১২ জনের: NCRB
মিছিলের শুরুতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় (mamata banerjee_abhishek banerjee)। সংবিধানের কপি হাতে নিয়ে হাঁটছেন তৃণমূল সুপ্রিমো। রেড রোড ধরে এগিয়ে রানি রাসমণি অ্যাডিনিউ হয়ে, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল পৌঁছবে জোড়াসাঁকোয়। রয়েছেন বিভান ঘোষ, মিষ্টি সিং, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দোলন রায়, রূপাঞ্জনা মিত্র, মধুবনী গোস্বামী, প্রিয়া পাল-সহ অন্যান্যরা। মহানগরের রাজপথে জনজোয়ার।
আগেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলেছেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে তীব্র আন্দোলন হবে। মেগামিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।

