বাংলার কৃষক দিবসে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গ সরকার ১৪ মার্চকে রাজ্যে কৃষক দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই দিনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি অধিগ্রহণের প্রতিবাদে কৃষকদের উপর পুলিশ এবং সিপিআই(এম) সমর্থকদের গুলিতে ১৪ জন কৃষক নিহত হয়েছিলেন। নিহত সেই কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার এই দিনটিকে কৃষকদের উৎসর্গ করে ‘কৃষক দিবস’ হিসাবে ঘোষণা করে।
২০০৭ সালে, বামফ্রন্ট সরকার নন্দীগ্রামে পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে, তবে স্থানীয় কৃষকরা ছিলেন জমি অধিগ্রহণের বিরুদ্ধে। ২০০৭ সালের ৭ জানুয়ারি থেকে কৃষকরা আন্দোলন শুরু করলেও ২০০৭ সালের ১৪ মার্চ তৎকালীন সরকার কৃষকদের আন্দোলন দমন করতে গুলি চালায়, যাতে প্রায় ১৪ জন কৃষক নিহত হন এবং কয়েকশো কৃষক নিখোঁজ হয়েছিলেন। এই নন্দীগ্রাম (Nandigram) আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারংবার অত্যাচারের শিকার হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপর ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের জন্য চালু করেন একাধিক প্রকল্প। আজও বাংলার মানুষ ভোলেনি নন্দীগ্রামের সেই দিনগুলোর কথা।