বিরোধী জোটের বৈঠক: বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিলেন মমতা-অভিষেক

Must read

বেঙ্গালুরুতে (Bengaluru) বিজেপি-বিরোধী জোটের বৈঠক। সেখানে যোগ দিতে সোমবার বেলায় রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৭-১৮ জুলাই বেঙ্গুলুরুর বৈঠকে থাকবে তৃণমূল-সহ ২৪টি বিজেপি বিরোধীদল। মোদি সরকারকে হঠাতে সলতে পাকানোর কাজ শুরু হয়েছে। আগের বিরোধী জোটের বৈঠকটি হয়েছিল পাটনায়। এবার হবে বেঙ্গালুরুতে (Bengaluru)। ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় বৈঠক ফলপ্রসূ হওয়ায় দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা হয়। সিমলায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বেঙ্গালুরুতে করার সিদ্ধান্ত হয়। তৃণমূল সভানেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ-সহ বিভিন্ন দলে সর্বোচ্চ নেতৃত্ব।

আরও পড়ুন-পাওয়ারের পদক্ষেপ ঘিরে বাড়ছে ধোঁয়াশা

Latest article