অন্যতম সেরা রাষ্ট্রনায়ক, মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা দলনেত্রী-অভিষেকের

Must read

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশ এক মহান রাষ্ট্রনায়ককে হারাল- শোকবার্তায় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। শুধু রাজনীতিবিদ, দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নয়, বারবার চর্চিত হয়েছে তাঁর পাণ্ডিত্য, বিনয়, প্রজ্ঞা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রয়াণে বৃহস্পতিবার শোকোস্তব্ধ রাজনৈতিক মহল।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির প্রয়াণে আমি শোকস্তব্ধ, ব্যথিত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁ সঙ্গে কাজ করেছি, ওঁকে কাছ থেকে দেখেছি। ওঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা প্রশ্নাতীত। তাঁর মাধ্যমে হওয়া দেশের অর্থনৈতিক সংস্কার সর্বজন স্বীকৃত। দেশ তাঁর অভিভাবকত্বের অভাব বোধ করবে। আমি তাঁর স্নেহ থেকে বঞ্চিত হব। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের সমবেদনা।”

মনমোহনের প্রয়াণে শোকজ্ঞাপন করে অভিষেক লেখেন, “অন্যতম সেরা রাষ্ট্রনায়ক মনমোহন সিংকে হারাল ভারত। ওঁর কৃতিত্ব শুধু প্রধানমন্ত্রিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। উনি ছিলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের নায়ক, দেশের ভবিষ্যতের রূপকার। দূরদর্শিতাই নেতৃত্বের সেরা গুণ, তাই দেখনদারি ছাড়াই নীরবে কাজ করে গিয়েছেন। ওঁর পরিবার এবং শোকার্তদের এই অপূরণীয় ক্ষতিতে সমবেদনা জানাই।”

আরও পড়ুন- ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ মনমোহন সিংয়ের জীবনাবসান

Latest article