লড়াইয়ের ময়দানে কন্যাশ্রীরা বারবার জয়ী হয়েছেন। নজর কেড়েছেন বিশ্বের। বাংলার মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে ২০১৩ সালের ১৪ অগাস্ট কন্যাশ্রী (Kanyashree) প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে এক যুগ কেটে গিয়েছে। কন্যাশ্রী চলছে সমানতালে। রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’। এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলেন না করে দেখান। ১৪ অগাস্ট কন্যাশ্রী দিবসে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-জগন্নাথধামের চূড়ায় সোলার হ্যালো: বিরল দৃশ্য দেখে আপ্লুত হল বাংলা, সমাজমাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রীর
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আজ কন্যাশ্রী (Kanyashree) দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন।
সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই! তাইতো বিশ্বের দরবারেও এটা এতো আদৃত – ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী।
আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন। এটা আমার গর্ব, আজ আমাদের রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’। এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা। আমরা শুধু মুখে women empowerment এর কথা বলি না। আমরা করে দেখাই।
আমি সকল কন্যাশ্রীদের বলব জীবনে অনেক বড় হও এবং দেশের মুখ উজ্জ্বল করো, রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে। তোমরাই বিশ্বে সম্মানের মুকুট নিজেদের মাথায় পরবে।
জয় হিন্দ! জয় বাংলা! জয় কন্যাশ্রী!”
সোশ্যাল মিডিয়ায় অভিষেক জানিয়েছেন,” আমি কন্যাশ্রী, ভবিষ্যতের অন্যন্যা। কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা। ২০১৩ সালে অক্টোবর মাসে সূচনা করা হয় এই প্রকল্প। ২০১৭ সালে এই প্রকল বিশ্বজয় করে বাংলার মুখ উজ্জ্বল করে।”