প্রতিবারের মতোই ইদ-উল-ফিতরের সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। সে সঙ্গে নিজে শহরের একাধিক মসজিদে গিয়ে শুভেচ্ছা বিনিময় রাজ্যের মুখ্যমন্ত্রীর। কখনও পার্কসার্কাস, কখনও একবালপুরে শহরবাসীর সঙ্গে ইদের আনন্দ উপভোগ করেন তিনি।
প্রতিবারের মতোই ইদ-উল-ফিতরের সকালে রেড রোডে নমাজের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি যান বেক বাগানের লাল মসজিদে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেক বাগান থেকে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছে যান সাদা মসজিদে। সেখানেও শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন-আমৃত্যু বাংলার অখণ্ডতাকে বজায় রাখব! ইদে রেড রোডে বার্তা অভিষেকের
এরপর মুখ্যমন্ত্রীর গন্তব্য পার্কসার্কাসের কাছে রিজওয়ানুর রহমানের বাড়ি। প্রতি বছরই সেখানে রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন তিনি। এদিনও শ্রদ্ধা জানানোর পাশাপাশি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। কথা বলেন রিজওয়ানুরের মায়ের সঙ্গে। ছিলেন রিজওয়ানুরের দাদা চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের সঙ্গে।
পার্কসার্কাসে শুভেচ্ছা বিনিময় সেরে মুখ্যমন্ত্রী (Mamata banerjee) যান একবালপুরের ষোলআনা মসজিদে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিমকে পাশে রেখে একবালপুরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। শহরের ৭৮ নম্বর ওয়ার্ডের মসজিদে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য উৎসাহী মানুষের ঢল নামে।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…