চা শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। আলিপুরদুয়ারের (Alipurduar) হাসিমারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বিষয়ে স্পষ্ট করেই জানিয়ে দিলেন। এদিন চা শ্রমিকদের বেতন বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী। হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১৫ শতাংশ বেতন বাড়ানো হচ্ছে চা শ্রমিকদের। অন্তর্বর্তীকালীন এই বেতন বৃদ্ধি কবে কার্যকর হবে, তা এখনও জানানো হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রী মলয় ঘটককে বৈঠক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-রেণু খাতুনের পাশে এবার মুখ্যমন্ত্রী, সরকারের তরফে নেওয়া হল ৩ ব্যবস্থা
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিগত বাম জমানায় চা শ্রমিকদের প্রতি বঞ্চনার কথা তুলে ধরেন মমতা। তিনি জানান, বাম আমলে চা শ্রমিকরা দিনপ্রতি ৬৭ টাকা বেতন পেতেন। বর্তমানে দিনপ্রতি তাঁরা বেতন পান ২০২ টাকা। এবার সেই বেতন আরও ১৫ শতাংশ বৃদ্ধি করা হবে।
এর পাশাপাশি, ‘চা সুন্দরী’ প্রকল্পে শ্রমিকদের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে। বাকিগুলিও দেওয়া হবে। তাঁর কথায়, “আদিবাসীদের জমির মালিক শুধু আদিবাসীরাই। তাঁদের জমি কেউ কেড়ে নিতে পারবে না।”
আরও পড়ুন-‘‘ভবানীপুর শান্ত ছিল শান্তই থাকবে” ভবানীপুরে জোড়া খুনকাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে জানান মুখ্যমন্ত্রী
আদিবাসীদের উন্নয়নে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। বলেন, ”ভোটের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেয়। চা বাগান খুলবে, বোনাস দেবে। কিন্তু তার পর আর কিছু করে না। আমরা চা বাগানের শ্রমিকদের স্বার্থ দেখছি। তাঁদের বেতন বাড়াচ্ছি।” মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া চা বাগানে।