”প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জে কথা বলুক ভারত”, বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলাদেশের (Bangladesh) ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উষ্মাপ্রকাশ করেছেন।

Must read

বাংলাদেশের (Bangladesh) ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উষ্মাপ্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ১০ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টি নিয়ে চুপ করে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল প্রতিদিন মিছিল করছে। মিছিল করার অধিকার আছে। কিন্তু সীমান্ত আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এটা মাথায় রাখতে হবে যে সীমান্তের বিষয়টা কেন্দ্রীয় সরকারের হাতে আছে। রাজ্য সরকার কেন্দ্রের পরামর্শ মেনেই চলবে।

আরও পড়ুন-ডিমের বর্ধিত দামে নাজেহাল মধ্যবিত্ত

প্রসঙ্গত, বাংলাদেশ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। কলকাতাগামী বাস আটকে দেওয়া হচ্ছে। বেলঘরিয়ার বাসিন্দা এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে বাংলাদেশে। এবার বাংলাদেশ নিয়ে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ”আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি যাতে তারা ইউনাইটেড নেশনসকে বলে যাতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ওখানে একটা পিস কিপিং ফোর্স পাঠানো হোক।” বাংলাদেশে যে সকল ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন, তাঁদের জন্য এই রাজ্য তৈরি আছে। তাঁদের খাদ্যের কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন-নিজের বাড়ি থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ

বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীকে বিবৃতি দেওয়ার কথাও বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন সংসদে অধিবেশন চলছে। তাই বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত। কোনও কারণে যদি তিনি বিবৃতি না দেন, তাহলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিদেশমন্ত্রী এস জয়শংকরের কিছু বলা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article