সিবিআই এর তদন্ত চিরকালই দীর্ঘমেয়াদি। কোনও তদন্ত শুরু করলে শেষ করেছে সিবিআই সেই নজির দেখাই যায়না। রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে শুরু করে সিঙ্গুরে তাপসী মালিকের হত্যা বা অর্থ কেলেঙ্কারি কোনও তদন্তই শেষ করতে পারেনি সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নজরুল মঞ্চে (Najrul Manch) সম্মান প্রদান মঞ্চ থেকে তিনি বলেন, পকসো-সহ বিভিন্ন ধারায় মামলার দ্রুত তদন্তের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের প্রয়োজন। এক্ষেত্রেও দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য সে রকমই একটি ফাস্ট ট্র্যাক কোর্টের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।
দ্রুত সত্য সামনে আসুক বলে জানান মমতা। তিনি বলেন, ”আমি অন্যায়কে সমর্থন করি না। তবে, অজান্তে ভুল হতেই পারে। কেউ দোষ করে থাকলে তাঁর যাবজ্জীবন জেল হোক কিছু যায় আসে না।” মুখ্যমন্ত্রী কথায়, যদি কেউ অন্যায় করে থাকে, তার দায়িত্ব সে নিজে নেবে। সরকার এর সঙ্গে যুক্ত নয়।