ভবানীপুরে সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দলনেত্রীর।

ভবানীপুর মিনি ইন্ডিয়া। এখানে আমি একা নই একশোঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : ভবানীপুর মিনি ইন্ডিয়া। এখানে সবাইকে নিয়েই চলতে হবে। বৃহস্পতিবার ভবানীপুর চক্রবেরিয়ায় নির্বাচনি সভা করেন দলনেত্রী মনতা বন্দোপাধ্যায়। সেখানেই ভবানীপুরকে ‘মিনি ইন্ডিয়া’ বলে সম্বোধন করেন তিনি। সঙ্গে যোগ করেন, ‘আমি একা নই একশো ‘। ভবানীপুরে সবধর্মের, সব জাতির, সব ভাষাভাষী মানুষের বসবাস। অতীতেও এখান থেকে আপনারা আমায় জিতিয়েছেন। এটা ওপরওয়ালারই ইচ্ছে। যে আপনাদের সঙ্গে থেকে আপনাদের ভোটে জিতেই আমি মুখ্যমন্ত্রী হই।

আরও পড়ুন : এবার খেলা দিল্লিতে: জঙ্গিপুরে বার্তা অভিষেকের

ভবানীপুরের মানুষের আশীর্বাদ- দোয়া প্রার্থনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আছে৷ বাংলার মানুষ আশীর্বাদ করেছে। দলে মুখ্যমন্ত্রী হওয়ার লোক কম নেই। কিন্তু আপনারা আমাকে চাইলে ভবানীপুর থেকে আমায় জিততে হবে৷ বিধায়ক হতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রী হওয়াটা শোভনীয় নয়।

এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। দুপুর থেকে বৃষ্টি হয়েই চলেছে। এর মধ্যেই নির্বাচনি সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর প্রচারসভা তাই স্থানীয় কো-অর্ডিনেটররা ছাড়াও উপস্থিত ছিলেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, বিধায়ক দেবাশীষ কুমার, সাংসদ ডাঃ শান্তনু সেন, মহয়া মৈত্র, সহ একাধিক নেতা-নেত্রীরা।

Latest article