বঙ্গ

৪ হাজার নতুন কর্মসংস্থান, ইনফোসিসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ, বুধবার নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের (Infosys) নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঞ্চালকের কথার প্রসঙ্গ টেনেই এদিন উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান, শুধু ইনফোসিসের জন্য নয়, বাংলার জন্যও আজকের দিনটি ঐতিহাসিক। এর ফলে কয়েক হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি হবে।

আরও পড়ুন-যোগীরাজ্যে শিক্ষিকাদের শৌচাগারে স্পাই ক্যামেরা, গ্রেফতার স্কুলের মালিক

নিউটাউনের ১৭ একর জমির ওপর গড়ে ওঠা এই নতুন ক্যাম্পাসে ৪ হাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে। রাজ্যে নতুন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তথ্য প্রযুক্তি সংস্থাটি বড় পরিবর্তন নিয়ে আসবে। মুখ্যমন্ত্রী জানান ”বাংলায় এখন শিল্পের জন্য আদর্শ জায়গা। একাধিক সংস্থা বাংলায় শিল্প গড়েছে এবং আগামী দিনেও তৈরির জন্য ইচ্ছা প্রকাশ করেছে। একাধিক তথ্য প্রযুক্তি সংস্থাও এই তালিকায় রয়েছে। আমরা ইউএসএ-র মত এখানে দু’হাজার একর জমির ওপর সিলিকন ভ্যালি তৈরি করেছি। ৭ হাজার কোটি টাকার লগ্নি হয়েছে সেখানে। ২৫ হাজার আইটি জব তৈরি হয়েছে। ২৮ টি কোম্পানি ইতিমধ্যে সেখানে কাজ শুরু করেছে। আরও ৪০টি কোম্পানি কাজ শুরু করেছে। ১১টি কোম্পানি কাজ তৈরির আগ্রহ প্রকাশ করেছে। তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য অত্যাধুনিক ইন্টারনেটের ব্যবস্থা করা হচ্ছে। বাংলায় শিল্পের ক্ষেত্রে এই মুহূর্তে অনুকুল পরিকাঠামো রয়েছে। দক্ষ এবং অভিজ্ঞ কর্মীও আছে। শিল্পের জন্য সরকার ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছে। যখন রাজ্যের ক্ষমতায় এসেছিলাম তখন কোনও সুযোগ ছিল না। কিন্তু এখন সেই সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের জন্য নিঃসন্দেহে গর্বের।”

আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশ্বিন

আগে প্রতিদিন গড়ে ২৩ ঘণ্টা লোডশেডিং হওয়ার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলায় এখন আর লোডশেডিং হয় না। এটাও বাংলায় শিল্পের অনুকুল পরিবেশ তৈরির অন্যতম কারণ। আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতে ঘাটতির কোনও সম্ভাবনা নেই। আগে ধর্মঘটের ফলে ৩৬৫ দিনের মধ্যে অন্তত ৩০০ দিন নষ্ট হত। কিন্তু শেষ ১৩ বছরে ১ দিনও কর্মদিবসও নষ্ট হয়নি। এর কৃতিত্ব জনগণের। রাজ্যে এই মুহূর্তে ২ হাজার২০০টি তথ্যপ্রযুক্তি সংস্থা কাজ করছে। আগামী দিনে আরও একাধিক সংস্থা বাংলায় শিল্প তৈরির ইচ্ছে প্রকাশ করেছে। রাজ্যের জিডিপির গ্রোথও বৃদ্ধি পেয়েছে।”

ইনফোসিসের প্রশংসা করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”ওরা বাংলার জন্য নতুন ইতিহাস তৈরি করল। ওদের দেখে বাকিরাও বাংলায় আসার জন্য উৎসাহ পাবে। ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সম্মেলন রয়েছে। সব দেশের শিল্পপতি ও প্রতিনিধিদের বলব, আসুন দেখে যান, বাংলার শিল্পের পরিবেশ।”

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago