ছাব্বিশের ভোটের আগে ৪ শপথ, বিজেপি-সহ বিরোধীদের জামানত জব্দ করার বার্তা তৃণমূল সুপ্রিমোর

Must read

বিধানসভায় জয়ের হ্যাটট্রিক হয়েছে তৃণমূলের। চতুর্থবারও সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা দিতেই বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সভা। আর সেখানে ৪ শপথের কথা জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ২০২৬-এ আরও জোরে ‘খেলা হবে’। ভোটার তালিকায় নজর, এলাকায় নজরদারি, BJP-কে জামানত জব্দ করা, নিবীড় জনসংযোগ- এই চার বিষয়ের উপর জোর দিতে বলেছেন তৃণমূল সভানেত্রী।

এদিনের মেগাসভায় প্রথমেই ভোটার তালিকায় নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশনের দফতরেই এই কারচুপি করা হচ্ছে। তৃণমূল সভানেত্রীর বলেন, “অনেকের নাম ঢুকিয়েছে। কোথাও হরিয়ানা কোথাও গুজরাটের ভোটারদের নাম ঢুকিয়েছে। রাজ্যে ভোট হবে, আর ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা? ভোটার তালিকা পরিষ্কার করতেই হবে।”

আরও পড়ুন: ‘ভূতুড়ে ভোটার’: তথ্য দিয়ে বিস্ফোরক অভিযোগ দলনেত্রীর, তালিকায় নজরদারিতে গড়লেন কমিটি

সব সময়ই নিবীড় জনসংযোগের উপর জোর দেন তৃণমূল সভানেত্রী। এদিনই মঞ্চ থেকে সেই বার্তাই দিয়েছেন নেত্রী। সংগঠন আরও শক্তিশালী করতে দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

এলাকায় নজরদারি বার্তা দেন মমতা। বলেন, এলাকায় কে আসছে, না আসছে নজর রাখতে হবে দলীয় কর্মীদের। অঞ্চলে যেন কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, সেদিকেই নজর রাখতে হবে- বার্তা দলনেত্রীর।

একই সঙ্গে সব বিষয়ে যে তিনি নজর রাখছেন, তাও জানান মমতা। বলেন, “মানুষ কাকে ভাল বলছে, কাকে খারাপ বলছে সব খবর রাখি।“ তাঁর কথায়, ভাল কাজের গুরুত্ব রয়েছে দলে, বুঝিয়ে দিলেন তাও। পদে থেকে কাজ করতে হবে মানুষের জন্য। অন্যথায় হারাতে পারেন পদও, ভোটের আগে সতর্ক করলেন সেই বিষয়েও।

২৬-এর ভোটে বিজেপিকে ধুলিসাৎ করার বার্তা দেন তৃণমূল সভানেত্রী। বলেন, “এই ভোট বিজেপি সিপিএম-এর জামানত জব্দ করার ভোট।“ বিজেপিকে ‘গেরুয়া কমরেড’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “দুর্গাপুজোয় ক’দিন ছুটি দেয় আপনাদের সরকার? ছট পুজোয় ক’দিন ছুটি দেয়?“ সব এ বরাতের ছুটি নিয়ে বিজেপির অপপ্রচারেরও জবাব দেন মমতা। বলেন, “ওরা বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সবেবরাতে দুদিন ছুটি দিয়েছে। উনি কমিউনাল। আমি দুদিন ছুটি দিয়েছিলাম কারণ একটা সবেবরাত আর একটা পঞ্চানন বর্মার জন্মদিন বলে। পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবেনা আর রাজবংশী ভোট চাইবেন?“

দলীয় কর্মীদের উদ্দেশে তৃণমূল সভানেত্রীর বার্তা, “আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫টা আসনের কম কোনও মতেই নয়। এ বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা।“

Latest article