প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস করে খাওয়ার জায়গা নয়। মানুষকে পরিষেবা দিতে না পারলে ৫ মিনিটে সরিয়ে দেব। কেউ যদি মনে করেন, আগামী পাঁচ বছর এটা করে খাওয়ার জায়গা, তাহলে ভুল করছেন। আগে পারফর্ম করুন, মানুষকে পরিষেবা দিন, নইলে সরে যান। প্রতি তিন মাস অন্তর আমি নিজে পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখব। মনে রাখবেন, বুথ স্তরে কর্মীরাই সম্পদ। আমি ২২টা রাত রাস্তায় কাটিয়েছি। আগামী ৪০ দিন রাস্তাতেই কাটাব। পুলওয়ামা নিয়ে সোচ্চার ছিলেন অভিষেক। বলেন, প্রধানমন্ত্রী মৃতদেহের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে৷ আমি বলছি না সত্যপাল মালিক বলছে। যারা মুখ খুলবে তাদের বিরুদ্ধে ইডি-সিবি আই করবে। কিন্তু আমরা ভয় পাই না৷ আমাদের কিছু যায় আসে না। এদিন তৃণমূলনেত্রী (Mamata Banerjee- Abhishek) ফোন করেন অভিষেককে। জনসংযোগ যাত্রার খবর নিয়ে তাঁর পরামর্শ, বিশ্রাম নাও। প্রত্যুত্তরে অভিষেক দলনেত্রীকে (Mamata Banerjee- Abhishek) সবিনয়ে বললেন, রাজনীতির ছাত্র হিসেবে মানুষের মাঝে থেকে এভাবেই আমি শিখতে চাই।
আরও পড়ুন: অভিষেককে অনুরোধ, আলো জ্বলল হাইমাস্টে