অন্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভায় দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি ডায়েন্সেস সংশোধনী বিলটি সভায় গৃহীত হয়েছে। বিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে একজন বিশিষ্ট শিক্ষাবিদকে মনোনীত করার প্রস্তাব রাখা হয়েছে যাঁর বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের শিক্ষকতার ও গবেষণা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজের অভিজ্ঞাতা থাকতে হবে। আচার্য তাঁকে তিন জনের সার্চ কমিটির প্যানেল থেকে একজনকে নিয়োগ করবেন। এবং সেই প্যানেল তৈরির ক্ষেত্রে সেই ব্যক্তির প্রাণিবিজ্ঞান, ডেয়ারি প্রযুক্তি, মৎস্য বিজ্ঞান বিষয়ে শিক্ষাগত ও প্রশাসনিক উৎকর্ষ থাকতে হবে। বিল নিয়ে আলোচনা শেষে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ জবাবি ভাষণে জানান, উপাচার্যের কার্যকাল তাঁর ৭০ বছর বয়স পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল প্যানেলের নামে কোনও অনুমোদন দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী আচার্য হলে সঠিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা হবে। শুধু সমাবর্তনে লিখিত ভাষণ পড়লে বিশ্ববিদ্যালয়ে আচার্যের কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না।