বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে বড়দিনের উত্সব উদ্বোধন করে সেন্ট জেভিয়ার্স’ কলেজে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কলেজ ঢেলে সাজানোর প্রশংসা করে বলেন, “সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি দেখলাম খুব ভালভাবে সাজিয়েছে। আপনারা আমাকে ডিলিট দিয়েছেন, এর জন্য আমি খুশি। শর্ট স্ট্রিট এখন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্ট্রিট হবে। বোর্ডটা এখনই লাগিয়ে দাও।’’
এদিনের কলেজের অনুষ্ঠানে পুরনো স্মৃতি রোমন্থনের পাশাপাশি ফের একবার ২৫ ডিসেম্বরে কেন্দ্রের ছুটি বাতিল করার সিদ্ধান্তকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সেন্ট জেভিয়ার্স গিয়েও এদিন আম্বেদকর প্রসঙ্গে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ আমি প্রতি বছর আসি সেন্ট জেভিয়ার্স কলেজ। আমি খুব ভালবাসি এই কলেজকে। এটা আমার সেকেন্ড হোম! জেসাস যা বলেন তার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। আমার অনেক কম বয়সে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল| আমি তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। আমি তখন দেখেছিলাম রাস্তায় কেউ ছিল না। আমি তখন লরেটোতে গিয়ে পৌঁছই। দেখি মাদার আছেন। উনি খাবার বিতরণ করতে দাঁড়িয়েছিলেন। আমি মাদারকে বললাম আমিও সেই কারণে গিয়েছিলাম।’’
তিনি আরও বলেন, ‘‘মাদারের জন্য সারা বিশ্ব গর্বিত। আমি আজও একটা গান লিখেছি। আমি শুধু ৩৬ ঘন্টা সময় নিয়েছি গান টা লিখতে। গান টির বার্তা শান্তির। আমি মুখে বলি না, কাজে করে দেখাই। খারাপ লাগে যখন বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা হয়। ২৫ এ ডিসেম্বর কেন্দ্র ছুটিটা বন্ধ করে দিয়েছে এটা একেবারেই ঠিক নয়। আমাদের এখানে বড় দিন, ছট পুজোতে ছুটি থাকে। আমরা সব ধর্মকে একইরকম সন্মান করি। আমাদের দেশে যদি কেউ বলে একটাই মত, একটা পথ, সেটা হয় না। কোনও কিছু জোর করে মানুষের ওপর চাপিয়ে দেওয়া যায় না। মন থেকে যেটা মানা যায় সেটাই ভালবাসা। শান্তি ছাড়া কেউ বাঁচতে পারে না।’’