ইডির গ্রেফতার করার ৬দিন পরে মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) অপসারিত করা হল। মন্ত্রিসভার বৈঠক হওয়ার পরেই শিল্পমহলের সঙ্গে বৈঠকে দলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন স্পষ্ট জানান, “তৃণমূল কঠোর দল, পার্থকে রিলিজ করে দিয়েছি”।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, চার দফতর থেকেই পার্থকে সরানো হয়েছে। সেই সব দফতর যে আপাতত তাঁর হাতেই থাকছে সে কথাও জানান মমতা। পরের মন্ত্রিসভার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি।
আরও পড়ুন-মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়, জারি বিজ্ঞপ্তি
দোষী প্রমাণিত হলে শাস্তি হবেই। আগে বারবার একথা জানান মুখ্যমন্ত্রী। এদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে দফায় দফায় কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।