কৃষক আন্দোলনের পাশে আছি, তবে বনধ-কে সমর্থন নয়, স্পষ্ট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে একজোট হয়ে সোমবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। তাঁদের এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও বামদলগুলি। রবিবার ভবানীপুর উপনির্বাচনে যদুবাবুর বাজারের প্রচার সভা থেকেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী কৃষকদের ভারত বনধ-এর এই ইস্যুকে সমর্থন করেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনওরকম বনধ-কে তাঁর দল সমর্থন করে না।

আরও পড়ুন-বাবার স্বপ্ন সাকার, প্রিন্স সফল ইউপিএসসি-তে

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “২০১১ সালে রাজ্যে আমরা ক্ষমতায় আসার পর থেকে কোনও বনধ-কে সমর্থন করি না। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই আমরা বনধ বিরোধী। পার্টির কেউ মারা গেলেও না। তবে ইস্যুকে সমর্থন করছি। আমরা কৃষকদের এই আন্দোলনের পাশে শুরু থেকেই আছি। ভবিষ্যতেও থাকবো। আমরা চাই কেন্দ্র তিনটি কৃষি বিল প্রত্যাহার করুক। কালা কানুন মানছি না। দরকার হলে পঞ্জাব, হরিয়ানায় যাওয়ার জন্য প্রস্তুত আমি।”

Latest article