ঋষি অরবিন্দ, সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Must read

ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঋষি অরবিন্দের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। বিপ্লবী অরবিন্দ ঘোষ থেকে ঋষি অরবিন্দ ঘোষ হওয়ার পর্যায়ক্রম জুড়ে রয়েছে বিস্তর কাহিনি। তাঁর জন্ম দিবসে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বঙ্গ সংস্কৃতির অন্যতম উদ্‌গাতা, জাতীয়তাবাদী চিন্তনের পুরোধা ও মানবতার পূজারী ঋষি অরবিন্দের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”

আরও পড়ুন: পার্কস্ট্রিট-ধর্মতলা মেট্রো টানেলের মাঝে মৃতদেহ! কী করছিলেন নিরাপত্তারক্ষীরা

১৫ অগাস্ট কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম দিবসে শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, “চ’লে যাব – তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল”
তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।”

Latest article