দরাজ মুখ্যমন্ত্রী, উচ্ছ্বসিত প্রাক্তনরা

Must read

প্রতিবেদন : নবনির্মিত মোহনবাগান (ATK Mohun Bagan) তাঁবুর উদ্বোধন করতে এসে আরও একবার ক্লাবগুলির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, ৩৪ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্লাবগুলিকে আরও সাহায্য করা হবে। মোহনবাগান ক্লাবকে এর আগে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার। সেই অনুদানেই ক্লাব তাঁবু নবকলেবরে সেজে উঠেছে। এদিন মোহনবাগানের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আরও ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে ১৩৩ বছরের পুরনো ক্লাবকে।

আরও পড়ুন: আলোর পালতোলা নৌকায় মুগ্ধ মুখ্যমন্ত্রী

মমতার ঘোষণায় উচ্ছ্বসিত ক্লাব সচিব দেবাশিস দত্ত। বললেন, ‘‘মোহনবাগান তাঁবু, ক্লাবের পরিকাঠামো উন্নয়ন সম্ভব হয়েছে দিদির জন্যই। মুখ্যমন্ত্রী (ATK Mohun Bagan- Mamata Banerjee) সব ক্লাবের পাশেই দাঁড়িয়েছেন। কিন্তু ওঁর সাহায্য নিয়ে গঠনমূলক উন্নয়ন একমাত্র মোহনবাগান ক্লাবেই হয়েছে। আমরা ক্লাবের উন্নয়ন করে যাব, ক্লাবকে এগিয়ে নিয়ে যাব মুখ্যমন্ত্রীর সাহায্য এবং আশীর্বাদ নিয়েই।’’ দেবাশিস জানিয়েছেন, ২৪ অগাস্ট ক্লাবের কর্মসমিতির বৈঠক রয়েছে। রাজ্য সরকারের অনুদানের অর্থ কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে আলোচনা হবে। এদিন অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীকে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন বাগানের ঘরের ছেলে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী খেলাধুলা ভালবাসেন। তাই উনি ক্লাবগুলির পাশে থাকেন। কিন্তু ক্রীড়া সংগঠকগুলোকে আরও উদ্যোগী হতে হবে। তবেই বাংলার খেলাধুলার উন্নয়ন সম্ভব।’’ সুব্রতর সুরেই গলা মেলালেন প্রাক্তন ফুটবলার প্রদীপ চৌধুরী, বলাই দে-র মতো প্রাক্তনরা। স্বাধীনতা সংগ্রামে মোহনবাগানের অবদান সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেন, ‘‘মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। মোহনবাগান ক্লাব ফুটবলের মাধ্যমে নিজেদের মতো করে আন্দোলন করেছিল। এবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ওদের স্যালুট জানাই।’’

Latest article