ফাইল ছবি
মমতা মডেল অনুসরণ করছে কংগ্রেস। কিন্তু ধারবাহিকতায় কতটা আান্তরিক হবে কংগ্রেস?
রাজনীতির আঙিনায় অনেক আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের অগ্রাধিকার ও তাঁদের ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তাঁদের সামনের সারিতে এনেছেন।লোকসভায় তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের সরব উপস্থিতি জানান দেয় শুধু কথায় নয় কাজেও করে দেখান দলনেত্রী।
আরও পড়ুন-এবার থেকে রাজ্যজুড়ে তৃণমূলের অভিনব ‘‘দুয়ারে সিঁদুর খেলা’’ কর্মসূচি
এবার কংগ্রেসও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হেঁটে উত্তরপ্রদেশ নির্বাচনে ৪০ শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। এবং তাঁরা দাবি করছেন, প্রথম রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসই এটা করল। কিন্ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দেশের আরও অনেক কিছুর মতো
এই খবর টুকুও রাখেননি, তৃনমুল কংগ্রেস সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই মহিলাদের সামনের সারিতে এনে তাঁদের গুরুত্ব বাড়িয়েছেন।
বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসেই প্রথম ৪০ শতাংশ মহিলা প্রার্থী দিয়েছে। লোকসভার দিকে তাকালেই সেটা পরিস্কার বোঝা যায়। তৃণমূল কংগ্রেসের তরফে আরও বলা হয়েছে, কংগ্রেস যদি মহিলাদের নিয়ে সত্যিই আন্তরিক ও মনোযোগী হয় তাহলে শুধুমাত্র উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ না থেকে অনান্য রাজ্যেও যেন একই পদক্ষেপ করে। তাহলে বোঝা যাবে তাঁরা রাজনীতিতে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কতটা আন্তরিক।
আরও পড়ুন-৩০ লক্ষ রাজ্যবাসীর মাথার উপর ছাদ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃনমূল কংগ্রেস যে শুধুমাত্র মহিলাদের অগ্রাধিকার ও তাঁদের সামনের সারিতে আনার ক্ষেত্রে শুধু লোকসভাতেই থেমে থেকেছেন তা নয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় মহিলা বিধায়কদের সংখ্যা অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে অনেক বেশি।
এছাড়াও এরাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প মুখ্যমন্ত্রী হিসেবে চালু করেছেন শুধুমাত্র মহিলাদের কথা মাথায় রেখে। ফলে কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসেকে অনুসরণ করছে ভালো কথা। কিন্তু মহিলাদের অগ্রাধিকারের ক্ষেত্রে যে ধারাবাহিকতা তৃনমূল কংগ্রেস বহুবছর ধরেই দেখিয়ে আসছে সেটা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কতটা আন্তরিকভাবে করবেন তা অবশ্যই সময়ের ডাথে বোঝা যাবে। নাকি উত্তরপ্রদেশ নির্বাচনেই তার শুরু এবং শেষ?
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…