জম্মুতে তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের

জম্মুতে তৃণমূল কংগ্রেসের এই ৫ সদস্যের প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে এবার প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

পাকিস্তানের (Pakistan) নির্মম হামলায় জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ওই এলাকা পরিদর্শনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দল। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকায় পৌঁছে গিয়েছেন তৃণমূলের এই ৫ প্রতিনিধি। ওই প্রতিনিধি দলে আছেন ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, মানসরঞ্জন ভুঁইঞা, সাগরিকা ঘোষ এবং মমতাবালা ঠাকুর। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের প্রতিনিধিরা। জম্মুতে তৃণমূল কংগ্রেসের এই ৫ সদস্যের প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে এবার প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-রাজ্যের উদ্যোগ, উত্তরবঙ্গে বসছে ৫০টি বৃষ্টি মাপার যন্ত্র

নিজের সোশ্যাল হ্যান্ডেলে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ”সম্প্রতি সীমান্তবর্তী পুঞ্চ এবং রাজৌরি জেলা পরিদর্শনে গিয়েছেন আমাদের ৫ সদস্যের প্রতিনিধিদল। তাদের এই প্রচেষ্টার জন্য আমি তাঁদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁরা সেখানে শোকাহত পরিবারগুলির সাথে দেখা করেছেন, তাদের এই দুঃসময়ে শোক ভাগ করে নিয়েছেন এবং এই সময়ে তাঁদের পরিবারকে সান্ত্বনা ও সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রতিনিধিদলটি রাজৌরির সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করে আহত এবং চিকিৎসাধীনদের খোঁজখবর নিয়েছেন। তারা উপস্থিত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাদের নিরলস সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমন এক সঙ্কটের মুহূর্তে, জনগণের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল পাশে থাকার শক্ত হাত, এবং আমি আমাদের প্রতিনিধিদলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা সঠিক কাজ করেছেন। এই পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে জনপ্রতিনিধি হিসেবে, আমরা সর্বদা জনগণের প্রয়োজনের সময় তাদের পাশে থাকব।”

Latest article