দেশ বিদেশের বিভিন্ন ভাষা শেখার ক্ষেত্রে বরাবরই আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনর্গল পাঞ্জাবি, মরাঠি, উর্দুর পাশাপাশি আছে রাশিয়ান, ভিয়েতনামির মতো ভাষাতেও কথা বলতে পারেন তিনি। তবে, আপশোস খাসি, গারো বা পাঁর- যে তিনভাষা মেঘালয়ে (Meghalaya) প্রচলিত- সেগুলি তিনি জানেন না। বুধবার মেঘালয়ের উত্তর গারোর মেদিপাথর জনসভায় মমতা বলেন, ‘পরের বার যখন আপনাদের এলাকায় আসব, আপনাদের ভাষা শিখতে চাই। আমায় প্লিজ শেখান! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’ তবে, তৃণমূল (TMC) নেতা মুকুল সাংমার (Mukul Sangma) থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্থানীয় ভাষা বেশ কিছুটা শিখে নিয়েছেন বলে জানান মমতা।
দেশের যে প্রান্তেই গিয়েছেন, সেখানকার স্থানীয় ভাষায় অন্তত কয়েক লাইন বলতে শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। স্থানীয় ভাষা শেখার আগ্রহও প্রকাশ করেছেন বারবার। নিজেই জানিয়ে ছিলেন, ‘‘আমি গুজরাতি ভাষা জানি। ভিয়েতনামি ভাষা জানি। যখন ভিয়েতনামে গিয়েছিলাম, শিখেছিলাম। রাশিয়ান জানি। সেখানে তিন বার গিয়েছিলাম, তখন শিখেছি। আমি নাগামিজ জানি, মণিপুরী জানি, আসামিজ জানি, ওড়িয়া জানি, পাঞ্জাবি জানি, মরাঠি জানি, উর্দু জানি, গোর্খা জানি, নেপালি জানি। তবে এটা নিয়ে গর্ব করি না।’’
আরও পড়ুন-কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে সমর্থন, মেঘালয়বাসীকে সতর্ক করে বললেন অভিষেক
তৃণমূল সুপ্রিমো যে রাজ্যে যান সেখানকার ভাষাতেই কথা বলতে পছন্দ করেন। তবে, এদিন মেঘালয়ে স্থানীয় ভাষায় কথা বলতে পারেননি। তা নিয়ে আক্ষেপও করেন মমতা। বলেন, ‘‘মেঘালয়কে কুর্নিশ জানাতে চাই। পরের বার যখন আসব আপনাদের এলাকায়, আপনাদের ভাষা শিখতে চাই। আমায় প্লিজ শেখান! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’’ তাঁর কথায়, ‘‘আমি খুব খুশি হব, আপনাদের কাছ থেকে আপনাদের ভাষা শিখলে।’’ পাশাপাশিই মমতা জানান, মেঘালয়ের তৃণমূল নেতা মুকুল সাংমার কাছ থেকে তাঁদের ভাষা অনেকটাই শিখেছেন অভিষেক। ওই ভাষায় তিনি কথাও বলেছেন। এবার নিজে মেঘালয়ের স্থানীয় ভাষা শিখবেন মমতা।