‘একটা ভুল হয়ে গিয়েছে’, নিয়োগ-কাণ্ড নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বার্তা দিলেন ‘নৈতিক চরিত্র গড়ার’

শিক্ষায় ক্ষেত্রে রাজ্যের গঠনমূলক কাজের সাথে সাথেই এদিন তিনি বিরোধীদের নিশানা করেন। নৈতিক চরিত্র গঠন নিয়ে আলোচনা করতে গিয়েই এই প্রসঙ্গ উঠে আসে।

Must read

আজ বিশ্ববাংলা প্রাঙ্গনে শিক্ষক দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষায় ক্ষেত্রে রাজ্যের গঠনমূলক কাজের সাথে সাথেই এদিন তিনি বিরোধীদের নিশানা করেন। নৈতিক ক্রিয়া আলোচনা করতে গিয়েই এই প্রসঙ্গ উঠে আসে।

আরও পড়ুন-‘শিক্ষকরা আমাদের গর্ব, বাইরে লেখাপড়া করে, সবাই এখানে ফিরে আসুক’ বললেন মুখ্যমন্ত্রী

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষকরাই দেশে সমাজ গড়ার কারিগর। সমস্ত শিক্ষকদের সালাম জানাচ্ছি। তাঁদের অনুরোধ করব ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্র গঠনের দায়িত্ব নিন।হাতের পাঁচটা আঙুল সমান হয় না। সমাজে ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। কী একটা খারাপ মানুষ, খারাপ কাজ করল, তার জন্য পুরো সমাজটাকে কুৎসা করে ক্ষোভ উগরে দিলাম। আর সবাইকে একই জায়গায় ফেললাম তা হয় না। কখনও কখনও ভালো মানুষও বিপথে পরিচালিত হয়ে যায়। সঙ্গদোষে পড়ে এমনটা হয়। তাঁদের আমাদেরই ভালো মানুষে পরিণত করতে হবে।’

আরও পড়ুন-বিরাট-মঞ্চে নায়ক সেই রিজওয়ান

বিরোধীদের নিশানা করে এদিন তিনি বলেন, ‘রাতে ঘুমাতে পারি না, চিন্তা হয়। ১০০ দিনের কাজের টাকা দিতে পারবো তো?বড় বড় ডাকাতরা ডাকাতি করলে ধরা যায় না। পকেটমার পকেটমারি করলে, লোকে তাঁকে ধরে।সিপিএম আমলে কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পাবেন না। আমাদের আমলে কাগজ আছে বলে তাও ভুলটা ধরা পড়ছে।বুদ্ধবাবুর কথা মনে আছে- চোরেদের মন্ত্রিসভা?নেতাজি বলেছিলেন, ভুল করাটাও একটা অধিকার। মধ্যপ্রদেশে ব্যাপম হয়েছিল, ওখানকার শিক্ষামন্ত্রীকে এখনও গ্রেফতার করেছে? আবার একটি ঘটনা সামনে এসেছে।’

 

Latest article