বঙ্গ

মিরিক লেক-সহ সংলগ্ন এলাকার সৌন্দর্যায়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথম থেকেই পাহাড়ের সৌন্দর্যায়নে উদ্যোগী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকেই এই পর্যটনস্থলকে সাজিয়ে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই সেজে উঠেছে রাজ্যের বিভিন্ন পর্যটনস্থল। এবারের দার্জিলিং সফরে মিরিককে সাজিয়ে তুলতে দার্জিলিঙের জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-মন্ত্রীপুত্রকে জামিন কেন? ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট

বুধবার, রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে দার্জিলিং থেকে মিরিক পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে মিরিক লেক-সহ পুরো ঘুরে দেখেন তাঁরা। চেয়ারম্যান এল বি রাই-সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দুই মন্ত্রী। কোথায়, কী ধরনের সৌন্দর্যায়নের কাজ হবে তাও সরেজমিনে দেখেন। দার্জিলিঙে ফিরে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন তাঁরা।

আরও পড়ুন-অমানবিক কাণ্ড বিজেপি শাসিত রাজ্যে, হাসপাতালে মেলেনি শববাহী যান, মৃতের দেহ কাঁধে নিলেন মহিলারাই

কাশ্মীরের ডাল লেকের মতো মিরিক লেকেও শিকারা চলুক- দীর্ঘ দিনের আর্জি মিরিকের বাসিন্দাদের। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়ে এখন পর্যটনের ভরা মরসুম। দার্জিলিঙের পাশাপাশি কালিম্পং, কার্শিয়াং-সহ মিরিকেও যাচ্ছেন পর্যটকরা। মিরিকে ছবির মতো সুন্দর চা বাগান, জনপদ, লেক সব মিলিয়ে পর্যটকদের আকর্ষণ করার মতো সব রসদই মজুত রয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন পর্যটকরা আরও বেশি করে পাহাড়ে আসুন। সেই কারণে দার্জিলিঙের পাশাপাশি মিরিককেও মনোরম করে সাজিয়ে তুলতে চাইছেন তিনি।

আরও পড়ুন-সাম্প্রদায়িক দাঙ্গা ও দলিতদের লাঞ্ছনা, সংসদে কেন্দ্রের তথ্যেই বেআব্রু মোদি জমানা

অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁরা মিরিক দেখতে এসেছি। মিরিকে তৃণমূল পরিচালিত পুরসভা যা কাজ করেছে তাতে আগামী দিনে ৯ টি ওয়ার্ডেই তারা বিপুল ভোটে জিতবে বলে আশা অরূপের। ইন্দ্রনীল সেন বলেন, “মিরিকে এল বি রাই যা কাজ করেছেন তাতে মুগ্ধ আমরা। মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় আগামী দিনে মিরিক আরও ছবির মতো সুন্দর হয়ে উঠবে।“

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

37 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago