নবান্নে রামপুরহাটের নিহতেদের পরিবারে একজনকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী বলেন –
• ভারতের আর্থিক অবস্থা সংকটজনক।
• সব রাজনৈতিক দলকে ডেকে কীভাবে দ্রব্যমূল্য রোখা যায় সিদ্ধান্ত নেওয়া উচিত কেন্দ্রের।
• বিজেপি বোকা, সিপিএম তাদের দিচ্ছে ধোকা, আর কংগ্রেস হচ্ছে পোকা।
• আমি ইউক্রেন থেকে আসা ডাক্তারি পড়ুয়াদের সুযোগ দিতে চেয়েছিলাম, কেন্দ্র রাজি হয়নি।
• রাজ্যপাল রাজ্যের কোনও বিল সই করছেন না।
• সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন রাজ্যপাল, এটা কতদিন চলবে ?
• আদালত কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে নিষ্ক্রিয় আর বিরোধীদের ক্ষেত্রে অতিসক্রিয়।
• শুধু ভিডিও ভাইরাল করে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।
• রোজ পেট্রোপণ্যের দাম বাড়ছে, কেন্দ্র তোয়াক্কা করছে না।
• দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রের বিষয়, তারা বিষয়টিতে নজর দিচ্ছে না।
• উত্তরপ্রদেশের জয়ের পরে রিটার্ন গিফ্টে মূল্যবৃদ্ধি করেছে বিজেপি সরকার।