বঙ্গ

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। তিনি কোনও দিনই তৃণমূলপন্থী বলে পরিচিত নন। বরং তাঁকে বামমনস্ক বলেই জানে সকলে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী হওয়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে সাড়া পড়ে গিয়েছে। নোবেল জয়ী অর্থনীতিবিদের কথায়, “বিজেপির দেশ বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বে থাকতে হবে তাঁকে।”

২০২৪-এ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে সলতে পাকাতে শুরু করে দিয়েছে সব দলই। বিজেপি বিরোধী দলগুলির জোটের মুখ হিসেবে জাতীয় রাজনীতিতে বারবার আলোচিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। দিল্লিতে অ-বিজেপি দলগুলির সঙ্গে বেশ কয়েকবার বৈঠকেও বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পরিস্থিতিতে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে বিজেপির দেশ বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বে থাকতে হবে। তবে অর্থনীতিবিদের কথায়, বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে, তৃণমূল সুপ্রিমো কতটা টানতে পারবেন সেটাই সবচেয়ে বড় বিষয়- মত অমর্ত্যর।

আরও পড়ুন-খুনের চেষ্টার মামলায় ১০ বছরের সাজার জেরে সাংসদ পদ খোয়ালেন এনসিপি নেতা

আগামী লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপি ক্ষমতায় থাকবে না। একথা বারবার বিভিন্ন জায়গায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আগামী লোকসভা নির্বাচনে তুরুপের তাস হবে আঞ্চলিক শক্তিগুলিই। সেই একই সুর নোবেলজয়ী অর্থনীতিবিদের গলাতেও। চব্বিশের নির্বাচনে আঞ্চলিক শক্তির গুরুত্ব পাবে বলে মনে করেন তিনিও। এ বিষয়ে তৃণমূলের পাশাপাশি তিনি এনসিপি, ডিএমকে, টিআরএস, সমাজবাদী পার্টি জেডিইউ-র উল্লেখ করেন। অমর্ত্য সেনের কথায়, নিজেকে বিরাট শক্তিধর হিসেবে দেখালেও বিজেপির দুর্বলতাও বিস্তর। অ-বিজেপি দলগুলি একসঙ্গে লড়াই করলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে তাড়ানো সম্ভব।

কংগ্রেসের বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ (Amartya Sen)। তাঁর মতে, কংগ্রেস যতটা দুর্বল পরিস্থিতিতে রয়েছে, তাতে তাদের উপর মানুষ কতটা আস্থা রাখবে তা নিয়ে সংসার রয়েছে। নোবেল জয়ী অর্থনীতিবিদ বরাবরই ঘোষিতভাবে বিজেপি তথা নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরোধী। তবে, তাঁকে তৃণমূল ঘনিষ্ঠ কখনোই বলা যায় না। উল্টে তিনি বামমনস্ক বলেই পরিচিত। তবে ২০২৪ এর নির্বাচনের আগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলা অমর্ত্য সেনের মন্তব্য রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago