শুক্রবার থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সারারাত রেডরোডেই (Red Road) ছিলেন তিনি। এরপর শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। রেড রোডের পাশে ময়দানে বাচ্চাদের বাস্কেট বল খেলা দেখতে যান মমতা বন্দ্যেপাধ্যায়। তাদের সঙ্গে কথা বলেন। ব্যাগ থেকে চকলেট দেন। মুখ্যমন্ত্রীর থেকে চকলেট পেয়ে বাচ্চারাও রীতিমত খুশি।
আরও পড়ুন-প্রয়াত ‘ভুবন সোম’ অভিনেতা পদ্মশ্রী সাধু মেহের
এরপর ফিরে ধর্ণা মঞ্চ থেকে কংগ্রেসকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস সারা দেশে ৪০টা আসন পাবে কি না জানি না! আগে নিজের জায়গা দেখাও! পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থান তোমরা জেতা জায়গায় হেরেছ। মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও।
আরও পড়ুন-শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট আন্তর্জাতিক করতে উদ্যোগ
প্রসঙ্গত, মুর্শিদাবাদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, তিনি কংগ্রেসকে বাংলায় দু’টি আসন দিতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওদের আরও সিট চাই। কিন্তু তা হবে না। বাংলায় তৃণমূল একা লড়বে। একটি আসনও কাউকে ছাড়বে না। কংগ্রেস একা লড়ুক ৪২টি আসনে।’