প্রতিবেদন : তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর তত্ত্বাবধানেই সবটা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শুধু নির্দেশ দিলেই কাজ হয়ে যেত, এটাই দস্তুর। কিন্তু তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। দেশের বাকি মুখ্যমন্ত্রীদের থেকে আলাদা। তাঁর সরকারের উদ্যোগ, আয়োজনে দিঘায় জগন্নাথধামের উদ্বোধন হতে চলেছে। কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন এই শুভ অনুষ্ঠানে। আমন্ত্রিতরা সোমবার সকাল থেকেই আসতে শুরু করেছেন দিঘায়। মুখ্যমন্ত্রীও এদিন সকালেই দিঘা পৌঁছেছেন। এখানে পৌঁছনো মাত্রই নিজে ঘুরে ঘুরে তদারকি তো করছেনই। এখানেই শেষ নয়, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিজে গিয়ে দেখা করে আসছেন। সব ব্যবস্থাপনা ঠিক আছে কি না খতিয়ে দেখে তবেই আশ্বস্ত হচ্ছেন। হোটেল কর্তৃপক্ষকে বলছেন, দেখবেন কোনওরকম অসুবিধে যেন না হয়। ডোনা গঙ্গোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়রা সোমবারই পৌঁছে গিয়েছেন। একে একে আসছেন আরও অনেকে। আজও আসবেন। সোমবার মুখ্যমন্ত্রী মন্দিরের তদারকির সঙ্গেই অতিথি আপ্যায়নেও সমানভাবে ব্যস্ত থেকেছেন। ঐতিহাসিক এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা-সহ গোটা বাংলার আবেগ। মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee) তাই চান পুজোর কাজ থেকে অতিথি আপ্যায়ন, কোনওকিছুতেই যেন এতটুকু ত্রুটিও না থাকে।