আজ বীরভূমে ভাষা আন্দোলনে দলনেত্রী

আজ, সোমবার বীরভূমে প্রতিবাদের জনপ্লাবনে যোগ দেবেন তিনি। এদিকে নেত্রীর ঘোষণামতো জেলায় জেলায় বিক্ষোভ-মিছিল শুরু করেছে তৃণমূল।

Must read

প্রতিবেদন : বিজেপির রাজ্যে-রাজ্যে ধারাবাহিক বাঙালি হেনস্থা চলছে। চলছে ভাষাসন্ত্রাস। বাংলায় কথা বললে আর রক্ষে নেই। হয় তাঁকে চালান করে দেওয়া হচ্ছে বাংলাদেশে, নতুবা জোর করে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে। প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকারি হস্তক্ষেপ চাইল আলু ব্যবসায়ীরা

আজ, সোমবার বীরভূমে প্রতিবাদের জনপ্লাবনে যোগ দেবেন তিনি। এদিকে নেত্রীর ঘোষণামতো জেলায় জেলায় বিক্ষোভ-মিছিল শুরু করেছে তৃণমূল। বীরভূমে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের সূচনা করার পর আগামী সপ্তাহ থেকে শনি ও রবিবার টানা কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস।
রবিবার বিকেলেই বীরভূমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুরে প্রতিবাদ মিছিলে হাঁটবেন তিনি। এরপর থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও ভিনরাজ্যে বাঙালিদের নিরাপত্তার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি হবে। সোম ও মঙ্গলবার বীরভূমে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৮ জুলাই দুপুরে গীতাঞ্জলি সভাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বিকেলে বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি মোড় পর্যন্ত তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন। শেষে মঞ্চ থেকে ভাষণ দেবেন। ২৯ জুলাই মুখ্যমন্ত্রী ইলামবাজারে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, বিজেপির ভাষাসন্ত্রাসের প্রতিবাদে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টানা কর্মসূচি নিয়েছে তৃণমূল। তৃণমূলের শাখা-সংগঠনগুলির নেতৃত্বে টানা ধরনা-কর্মসূচি চলবে গান্ধীমূর্তির পাদদেশে। ২ ও ৩ অগাস্ট মহিলা তৃণমূল কংগ্রেস শুরু করবে, তারপর প্রতি শনি-রবিবার আন্দোলন হবে যুব তৃণমূল থেকে শুরু করে অন্যান্য সংগঠনের উদ্যোগে। আপাতত ২০ ও ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে কর্মসূচি। ওই দুদিন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতৃত্বে হবে প্রতিবাদ সভা।

Latest article